চট্টগ্রাম -৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বলেছেন -আমার কাছে খবর আছে-আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁখি দিয়ে মাদক কারবারিরা তাদের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সুতরাং এ বিষয়ে আরো সোচ্চার হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেন তিনি। ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাহেদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত সুলতানা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে এস এম জসিম উদ্দিন, আলহাজ্ব মোঃ বেলাল হোসেন চেয়ারম্যান, কাজল দে, সামসুল আলম, আবদুল মান্নান মোনাফ , সফিউল আলম সেফু চেয়ারম্যান, আবদুল মান্নান চেয়ারম্যান, কাউন্সিলর রেহেনা আক্তার পারভীন, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ অধ্যক্ষ সমীর কান্তি দে, আফাজুর রহমান, প্রধান শিক্ষক মঈনুল আবেদিন নাজিম, ইসমত ফারজানা প্রমুখ।
সভায় উপজেলা হাসপাতালের সামনে থেকে সিএনজি অটোরিকশা ষ্টেশন সরানো ও কালুরঘাট সেতুর দুই পাশে যানজট সমস্যা মোকাবেলায় দুই জন ট্রাফিক পুলিশ মোতায়েন সহ আগামী ২ মার্চ বোয়ালখালীতে বিআরটিসি বাস সার্ভিস শুভ উদ্বোধন করা হবে বলে জানান সাংসদ, মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও জুমের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন বলে ও জানান তিনি।