কালুরঘাট সেতু পার হতে গিয়ে ভাঙা রেলিংয়ে পা পিছলে পড়ে গেছেন এক নারী

0
42

একপাশ থেকে গাড়ির লাইনে অন্যপাশ বন্ধ। সময় বাঁচাতে হেঁটে জরাজীর্ণ কালুরঘাট সেতু পার হতে গিয়ে ভাঙা রেলিংয়ে পা পিছলে পড়ে গেছেন এক পথচারী নারী। রবিবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হলে তারা দ্রুত ওই নারীকে উদ্ধারে টিম রওনা দেওয়ার কথা জানান।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ওই নারীকে উদ্ধারে টিম পাঠিয়েছি। যদি ডুবুরীর প্রয়োজন হয় তাহলে আগ্রাবাদ থেকে আনা হবে।’

কালুরঘাট ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া বলেন, ‘যে নারী নদীতে পরে গিয়েছে তার সাথে থাকা মহিলাটির সাথে আমরা কথা বলেছি। তার ভাষ্য মতে, মেয়েটি তিন ঘণ্টা ধরে সেতু পার হওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে কিছু ছেলে ওই নারীকে তাড়া করলে সে নদীতে ঝাঁপ দেয়। তবে নদীতে ঝাঁপ দেওয়া ও সাথে থাকা নারী মাদকাসক্ত হতে পারে।