একতরফা নির্বাচনের প্রতিবাদে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ঢাকাসহ দেশের জেলা সদরে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) নায়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় রিজভী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন করেছে আওয়ামী সরকার। সেখানে ভোটারদের উপস্থিতি ছিল না। বিরোধীদলসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল সে নির্বাচন প্রত্যাখ্যান করেছিল, বর্জন করেছিল। অথচ এ সরকার গায়ের জোরে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে একতরফা নির্বাচন করেছে। এটি সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হত্যা করা।
রিজভী আরও বলেন, ঢাকায় এ কর্মসূচি সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ কর্মসূচিটির আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে।
বিএনপির সমাবেশে সরকার বাধা দিচ্ছে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলেন, সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে অস্ত্র হাতে যারা হামলা করেছে, তারা কারা? এরা সবাই যুবলীগের কর্মী।সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ভোটারবিহীন সরকারের দিন শেষ। ভোট ডাকাতির দিন শেষ। বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে গেছে। বিশ্ব বিবেক জেগে উঠছে। যেভাবে অবরুদ্ধের খবর আসছে, তাতে অনেক মন্ত্রী, এমপি ও আমলাদের মতো পালানোর রাস্তাও তাদের খোলা নেই।