কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনার সূত্রপাত হলে পুরো পৌর সদর বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ তার অনুসারীদের নিয়ে সকালে পাকুন্দিয়া উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে চলে যান।
পরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও তার সমর্থকরা এগিয়ে গেলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় একজনের অবস্থা গুরুতর হওয়া তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে বর্তমানে উপজেলা পৌর সদর বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।