কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মতলব থেকে চট্টগ্রামগামী একটি বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাসটি গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এসময় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। এসময় বাসের চালক ও হেলপার নেমে গেলেও, আতঙ্কিত হয়ে হুড়োহুড়ির মধ্যে যাত্রীরা নামতে পারেনি। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এছাড়াও দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে অন্য যাত্রীদের উদ্ধার করে এবং দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে বাসটি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।EREতবে স্থানীয়রা বলছেন, বাসটিতে আগুন লাগার পূর্বে স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়েছিল। সিলিন্ডার লিকেজ থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা স্থানীয়দের।