কুমিল্লার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
শারদীয় দুর্গাপূজার মহানবমীতে এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই মিলেমিশে বাস করেন।এদেশে ধর্ম যার যার, উৎসব সবার।
তিনি বলেন, কুমিল্লার ঘটনায় ব্যাপক তদন্ত চলছে। এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেখানে সম্প্রীতি বিনষ্টকারীদের খুঁজে বের করা হবে। সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
সরকার প্রধান বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। এখানে জন্মগ্রহণকারী কেউ সংখ্যালঘু নয়, সবাই এদেশের নাগরিক। সবাই সহাবস্থানে থাকবেন। কিন্তু কিছু দুষ্টচক্র এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের কঠোরভাবে দমন করা হবে।
তিনি আশ্বাস দেন, কুমিল্লার ঘটনায় জড়িতরা যেই হোক, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।