কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী বহিষ্কার

0
21

রবিবার (১৪ জুলাই) কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে হালিমা রহমানের নামে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অসৎ ও অনৈতিক আচরণ এবং আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধাদান করার মতো খবর উঠে এসেছে। এ কারণে কৃষক লীগের প্রাথমিক পদসহ সাংগঠনিক সব পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৬ জনকে আটক করে খুলনার খালিশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।