কোপা আমেরিকার সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে উরুগুয়ে। এর আগে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা, কানাডা ও কলম্বিয়া।
প্রথম কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় কানাডা। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা।
অন্যদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। আগামী ১১ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় সকাল ৬টায় উরুগুয়ের মোকাবিলা করবে কলম্বিয়া।