করোনায় বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌ পরিবহন খাতের ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জনের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শহর এলাকার নিম্নআয়ের মানুষের সহায়তায় ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সারা দেশে ৮১৩টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম বাবদ বরাদ্দ দেড়শ কোটি টাকা।
গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কাজের জন্য পল্লী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও পিকেএসএফের মাধ্যমে ঋণ সহায়তার পরিমাণ দেড় হাজার কোটি টাকা। এছাড়াও পর্যটন খাতে বেতন ভাতা পরিশোধের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।