বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে করলেন না তা সত্যি রহস্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৩০ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছর ক্ষমতায় ছিলেন। আরও একবার তিনি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছিলেন। তখন তিনি এক মাসের মতো ক্ষমতায় ছিলেন। এটা সত্যি রহস্যজনক কেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারটা বেগম খালেদা জিয়া করলেন না।
জনগণের মাঝে, জনগণের মনে তাই প্রশ্ন, জিয়াউর রহমান হত্যার বিচার করলেই কি থলের বিড়াল বেরিয়ে যাবে— বলেন হাছান মাহমুদ।