অবশেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক ও মাধ্যমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে খুলছে না প্রাকপ্রাথমিক ও কিন্ডারগার্টেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং মাধ্যমিকে ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে একদিন করে। আর প্রাথমিকে পঞ্চম এবং ২০২১ ও ২০২২ সালে এসএসসি ও এইচএসসির প্রতিদিন ক্লাস হবে।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, মাস্ক পরে সবাইকে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে তা পরতে হবে।
এ সভায় ১২ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত হয়। আর প্রস্তুতি সারতে হবে ৯ সেপ্টেম্বরের মধ্যে।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাত ধোয়া, সামাজিক দূরত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারসহ স্বাস্থ্যবিধির ১৯ নীতিমালা মেনে চলার বিষয়ে সচেতন করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। অভিভাবকদেরও বড় ভূমিকা রাখতে হবে।
দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রাণঘাতী ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়।