গণটিকা ক্যাম্পেইন: ৬ দিনে দেওয়া হল ৪০ লাখ

0
16

৬ দিনের গণটিকাদান ক্যাম্পেইন শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট)। টিকা পেতে কোনো কোনো কেন্দ্রে আগের রাত থেকেই লাইন ধরছেন মানুষজন। গাদাগাদি, হুড়োহুড়িও চলছে। কিন্তু বিপুল চাহিদার তুলনায় টিকা কম থাকায় শেষ পর্যন্ত অনেককেই ফিরিয়ে দিতে হচ্ছে। যদিও ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা থাকলেও নিয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।শুরুতে ৭ অগাস্ট থেকে এক সপ্তাহে কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। পরে লক্ষ্যমাত্রা অনেক কমিয়ে শনিবার থেকে পরীক্ষামূলকভাবে গণটিকাদান শুরু হয়

এই কর্মসূচির পর ১৪ অগাস্ট থেকে আবার গণটিকাদান কর্মসূচি শুরু করার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এখন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আবার এই কর্মসূচি চলবে কিনা, তা নিশ্চিত নয়। টিকার পর্যাপ্ততার ওপর পুরো বিষয়টি নির্ভর করছে।

এদিকে শেষ হচ্ছে মডার্নার প্রথম ডোজ দেয়া। শনিবার থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ।