প্রতিদিন করোনার সংক্রমণ ও মৃত্যুহারের সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্ত গর্ভবতী নারীর মৃত্যুর সংখ্যা। কিন্তু গর্ভবতী নারীকে টিকার আওতায় আনা হয়নি।তবে বিশেষজ্ঞ কমিটি বলছেন, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা টিকা নিতে পারবেন, এতে কোনো বাধা নেই। বিশ্বের অনেক দেশে দেওয়া হচ্ছে।সোমবার (২ আগস্ট) এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা বলেন, গর্ভবতী মায়েরা গর্ভধারণের যে কোনো সময় কোভিড-১৯ প্রতিরোধে টিকা নিতে পারবেন। এতে মা ও সন্তানের কোনো ক্ষতি হবে না।