গাজীপুরে মা ও তিন সন্তানকে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

0
190

গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক অনলাইন ব্রিফ্রিংয়ে র‌্যাব জানায়, ডাকাতি করতে গিয়ে চিনে ফেলায় তারা মা ও দুই মেয়েকে ধর্ষণের পর হত্যা করে বলে জানায় র‌্যাব। গাজীপুরের শ্রীপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা, স্বর্ণালঙ্কার ও রক্ত মাখা পোশাক উদ্বার করা হয়। সোমবার (২৭ এপ্রিল) এই ঘটনায় জড়িত আরেক সদস্য পারভেজকে আটক করে পিবিআই। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬ জন আটক হয়েছে।