30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িআন্তর্জাতিকগোল্ডেন বুট এবার কার ভাগ্যে,শীর্ষে আছেন ৬জন

গোল্ডেন বুট এবার কার ভাগ্যে,শীর্ষে আছেন ৬জন

 

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পেয়ে থাকেন গোল্ডেন বুট।ফুটবলের বড় আসর গুলোতে ১৯৬০ সাল থেকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই পুরস্কার দিয়ে আসছে। ইউরোর চলতি আসরে গোল্ডেন বুটের দৌড়ে আছেন ৬ জন।

- Advertisement -nagad

এবার নিয়মে এসেছে বদল।সাধারণত সর্বোচ্চ গোলদাতার হাতেই উঠে গোল্ডেন বুট। তবে যদি একাধিক ফুটবলার সর্বোচ্চ সংখ্যক গোল করেন তাহলে তাদের অ্যাসিস্ট সংখ্যা বিবেচনায় (২০২০ নিয়ম অনুযায়ী) নেওয়া হয়। উয়েফা জানিয়েছে, ফাইনালে যদি এককভাবে কোনো ফুটবলার সর্বোচ্চ গোলে এগিয়ে যেতে না পারেন, তবে ছয়জনের হাতেই উঠবে গোল্ডেন বুট।

চলতি আসরে এখন পর্যন্ত ছয়জন সর্বোচ্চ ৩টি করে গোল করেছেন। সে তালিকায় থাকা দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্পেনের দানি ওলমো খেলবেন ইউরোর ফাইনালে। এই দুজনের যেকোনো একজনের গোল্ডেন বুট জেতার সম্ভাবনা বেশি।

তবে যদিও তাদের কেউ গোল না পান, কিংবা দুজনই সমান গোল করে সর্বোচ্চ গোলদাতা হন, তাহলে দুজনেই পাবেন গোল্ডেন বুট। আর যদি কেউ গোলের দেখা না পান তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠবে ৬ জনের হাতে। কেইন-ওলমো ছাড়া সর্বোচ্চ তিনটি করে গোল করেছেন আরও চারজন। তারা হচ্ছেন– নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাউতাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রাঞ্জ।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »