ঘরে বসে দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ান, বিএনপিকে তথ্যমন্ত্রী

    0
    204

    দেশের এ পরিস্থিতিতে বিএনপিকে ঘরে বসে দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ানোর কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষকে যেখানে সরকার সহায়তা দিচ্ছে, সেখানে বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ না করে দেশের মানুষের পাশে দাঁড়ান। দেশের এক তৃতীয়াংশের বেশি মানুষকে যেখানে সরকার সহায়তা দিচ্ছে–এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এভাবে সরকার যখন দেশের জনগণের পাশে রয়েছে মানুষের সহায়তা করছে তখন একটি মহল তারা নিজেরা কিছু না করে নানা ধরনের দোষত্রুটি খোঁজার এবং সরকারের সমালোচনার করার যে চিরাচরিত অভ্যাসে সেই অভ্যাস থেকে এ পরিস্থিতির সময়ও বের হয়ে আসতে পারিনি।তিনি আরো বলেন, দেশের এ অবস্থায় একসঙ্গে কাজ করার কথা তাদের বলা হলেও তারা সেটি না করে সরকারের দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করছেন।এসময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির সিনিয়র নেতারা নানা ধরনের কথা বলে চলেছেন। তারা দেশের জনগণের পাশে কোথায় এমন প্রশ্ন রাখেন তিনি।মন্ত্রী বলেন, একটি ফটো সেশনে ছবি  তোলার পর আর তারা জনগণের পাশে নেই। সমগ্র দেশের তাদের নেতাকর্মীদের জনগণের পাশে দেখা যাচ্ছে না।