চট্টগ্রামে গ্যাসের চুলায় দগ্ধ একই পরিবারের ৬ জন

0
38

চট্টগ্রামের কাট্টলীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর)  এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দগ্ধ ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।