ভারি বর্ষণে নগরের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভিতরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)।
বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করি। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধসে আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আনয়নকারীর দেওয়া তথ্যমতে, ভারি বর্ষণের ফলে পাহাড় ধসে পড়ে।