30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop Newsচট্টগ্রামে প্রথম আলোর কার্যালয়ে হামলার চেষ্টা

চট্টগ্রামে প্রথম আলোর কার্যালয়ে হামলার চেষ্টা

 

দৈনিক প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে হামলা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।

- Advertisement -nagad

ওসি জানান, রাত ৮টার দিকে অন্তত দুই শতাধিক লোক নগরীর ২ নম্বর গেট এলাকা অংশ থেকে মিছিল করে প্রবর্তক মোড় জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ফলে মিছিলকারীদের হাত থেকে রেহাই পায় প্রথম আলো কার্যালয়।

মোহাম্মদ সোলায়মান বলেন, মিছিলকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছিলেন। তাঁদের সঙ্গে অপরিচিত অনেককেও দেখা গেছে। বর্তমানে প্রথম আলো কার্যালয়ের পাশে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

- Advertisment -

সর্বশেষ

Translate »