চট্টগ্রামে বেশি দামে আলু বিক্রি, ১ লাখ ৪০ হাজার জরিমানা

0
41

নগরের রিয়াজুদ্দিন বাজারে আলুর আড়তে অভিযান চালিয়ে বেশি দামে আলু বিক্রি করায় ১০ আড়তদারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রিয়াজুদ্দিন বাজারে আলুর বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ‘রসিদ ছাড়া আলু বিক্রি করছে পাইকারি ব্যবসায়ীরা। সরকারের বেধে দেওয়া আলুর দাম পাইকারী পর্যায়ে ৩০ টাকা বিক্রি করার কথা। কিন্তু রিয়াজউদ্দিন বাজারে এসে দেখা গেল ৪০ টাকা ও ৪২ টাকা বিক্রি করা হচ্ছে। তাই ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’