চট্টগ্রাম আদালত চত্বরে জঙ্গি হামলা: বোমা মিজানের মৃত্যুদণ্ড

0
17

চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলায় পলাতক বোমা মিজানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল আদালতে এ রায় ঘোষনা করা হয়। এর আগে মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি জাবেদ ইকবালকে আদালতে হাজির করা হয়। 

মামলার অন্য আসামি বোমা মিজান ২০১৪ সালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নেয়ার সময় ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে পালিয়ে যান। 

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।