চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২৬টি বার ও ছয়টি গলানো পাতসহ প্রায় চার কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
একই সঙ্গে এসব স্বর্ণ পরিবহন করায় মো. সোহেল নামে ওই যাত্রীকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দায়িত্বশীল এক গোয়েন্দা সংস্থার তথ্যে এ অভিযান চালায় কাস্টমস।
শাহ আমানত বিমানবন্দর কাস্টম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. সোহেল দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তার বিষয়ে গোপন তথ্য থাকায় মালামাল তল্লাশি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে জব্দ করা হয় প্রায় চার কেজি ওজনের স্বর্ণ।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কাস্টম কর্তৃপক্ষ।এর আগে গত ৯ অক্টোবর ৮০ পিস স্বর্ণের বারসহ বেলাল নামে শাহ আমানত বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছিল।