এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড গত বছরের চেয়ে এবারও বেড়েছে পাসের হারে। এ বছর পাস করেছে ৯১.১২ শতাংশ শিক্ষার্থী। বেড়েছে জিপিএ ফাইভও। এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। তবে বরাবরের মতোই পাসের হারে এবারও পিছিয়ে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা।
বাঁধ ভাঙা উচ্ছ্বাস শিক্ষার্থীদের। এসএসসির ফলাফল ঘোষণা করা হবে তাই সকাল থেকে কিছুটা উৎকণ্ঠা। তবে তা মুহূর্তেই দূর হয়ে যায় প্রত্যাশিত ফলাফল পেয়ে। উল্লাসে মেতে উঠে উত্তীর্ণ শিক্ষার্থীরা। অটোপাস নয়, সরাসরি পরীক্ষা দিয়ে কাঙিক্ষত ফলাফল হওয়ায় এ আনন্দ ছুঁয়ে যায় অভিভাবকদেরও।
এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তারা। তবে বিগত বছরগুলোর মতো এবারও পাসের হারে পিছিয়ে তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা। যদিও এর পেছনে এসব এলাকার শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধার অপ্রতুলতাকে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এবার চট্টগ্রাম বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। যেখান থেকে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।