চট্টগ্রাম ৮ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমথর্নে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। চট্টগ্রাম ৮ আসনের সাবেক এমপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম জননেতা মোছলেম উদ্দিন আহমদ এর বড় কন্যা চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী সমাজ সেবিকা কাজী শারমিন সুমি ও বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ কমিটির সম্মানিত সদস্য জনাব আরিফুল ইসলাম। জোগ দিয়েছেন যুবলীগ নেতা ছাত্রলীগ নেতা এবং স্থানীয় আরও গণ্যমান ব্যক্তিবর্গরা প্রচারণা কালে আরো বলেন সাবেক এমপি মুসলিম উদ্দিন আহমেদের বড় মেয়ে কাজী শারমিন সুমি বালুরঘাট সেতু বোয়ালখালীর প্রাণের দাবি আমার আব্বা মৃত্যুর শয্যায় এই কালভার্ট সেতুর কথা বলতে বলতেই প্রাণ গেয়েছেন নোমান চাচার মাধ্যমে আমরা খালুরঘাট সেতুর বাস্তবায়ন চাই যে
![](https://www.cenntv.com/wp-content/uploads/2023/04/52ED500B-6F33-494F-9EEE-E5C8071AC112-1024x768.jpeg)