চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
নোমান আল মাহমুদ (নৌকা) প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ পেয়েছেন মাত্র পাঁচ হাজার ৮৭ ভোট। তার প্রতীক মোমবাতি।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এ ফল ঘোষণা করেন।
এর আগে ইভিএমে সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ব্যবহার ছিল না।
বৃহস্পতিবার সকালে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে নির্বাচন নিয়ে সন্তোষ জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। এ সময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এই আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মাদ ফরিদ উদ্দিন (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা (আম) ও স্বতন্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী (একতারা)।
আরও পড়ুন : সৈয়দ ফয়জুল করিমকে বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
কর্ণফুলী নদীর উত্তরে মহানগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এবং দক্ষিণে বোয়ালখালী উপজেলার একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন এবং ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন নারী।
গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি খালি হয়। এরআগে ২০১৮ সালে মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মইন উদ্দিন খান বাদল সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ নভেম্বর তার মৃত্যু হয়। পরে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হন মোছলেম উদ্দিন আহমদ।