চলন্ত ট্রেনে সন্তান জন্ম

0
16

খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাবিনা ইয়াসমিন (২৫) নামে এক প্রসূতি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের অদূরে সন্তান জন্ম দেন ওই গৃহবধূ।

সাবিনা ইয়াসমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। প্রসববেদনা নিয়ে স্বজনদের সঙ্গে ভেড়ামারা থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির জন্য আসছিলেন তিনি। পরে নবজাতকসহ রেলওয়ে কর্তৃপক্ষ প্রসূতিকে রামেক হাসপাতালে পৌঁছে দেয়।রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের অদূরে ওই নারী চলন্ত ট্রেনের ভেতরে সন্তান প্রসব করেন। তখনই স্টেশনে বিষয়টি জানান রেলকর্মীরা। ট্রেনটি রাত ১১টা নাগাদ রাজশাহী স্টেশনে পৌঁছায়। তার আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স স্টেশনে অপেক্ষায় ছিল। তাতে নবজাতকসহ ওই প্রসূতিকে রামেক হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।