30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop Newsচসিকের প্রায় ১১'শ কোটি টাকার বাজেট ঘোষণা

চসিকের প্রায় ১১’শ কোটি টাকার বাজেট ঘোষণা

 

স্টাফ করেসপন্ডেন্ট,  চট্টগ্রাম :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আগামী অর্থবছরের (২০২৪-২০২৫ ) জন্য ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেট নিজস্ব উৎসে সর্বোচ্চ ১ হাজার ২৬ কোটি ৪৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।

- Advertisement -nagad

আজ বৃহষ্পতিবার (২৭ জুন) দুপুর সোয়া ১২ টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের বর্তমান (ষষ্ঠ) পর্ষদের মেয়র হিসেবে নিজের চতুর্থ বাজেট ঘোষণা করলেন তিনি।

এসময় ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত ১ হাজার ৬৬১ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার বাজেটও ঘোষণা করেন মেয়র৷ এ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ১ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা।

বাজেট অধিবেশনে মেয়র বলেন, আমি দায়িত্ব গ্রহণ করেছি ১ হাজার ৭৫ কোটি টাকা দেনা নিয়ে। তিন বছর ধারাবাহিকভাবে দেনা পরিশোধের পর আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর দেনার পরিমাণ ৪৪০ কোটি টাকা। আয়কর বাবদ ১১৩ কোটি ৪৬ লাখ টাকা ও মূল্য সংযোজন কর বাবদ ১৩৪ কোটি ১১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা কর হয়েছে। আনুতোষিক বাবদ ১৮ কোটি ৪১ লাখ টাকা ও ভবিষ্যৎ তহবিল বাবদ ১৬ কোটি ৯৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল ।

- Advertisment -

সর্বশেষ

Translate »