চসিক কাউন্সিলর টিনুকে কারাগারে পাঠালেন আদালত

0
16

অভ্যন্তরীণ বিরোধের জেরে এক যুবলীগ কর্মীকে অপহরণ করে নিজ ওয়ার্ড কার্যালয়ে আটকে রেখে বেধড়ক পেটানোর ঘটনায় কারাগারে গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু। গত ৩ মার্চ পাঁচলাইশ থানায় মামলার প্রেক্ষিতে আজ আদালতে হাজির হলে আদালত কাউন্সিলর টিনুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন৷ 
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন কাউন্সিলর নুর মোস্তফা টিনু৷ এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷  
উল্লেখ্য ৩ মার্চ প্রথমে মুঠোফোনে গালাগাল ও হুমকি ধমকি প্রদান এরপর কাউন্সিলর টিনুর নির্দেশে বেশ কিছু যুবক তাকে চকবাজার ওয়ার্ড কার্যালয়ে তুলে নিয়ে মারধর করে মর্মে অভিযোগ করেন স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান রাকিব।  রাতেই তিনি কাউন্সিলর টিনুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।  রাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনির অনুসারী।  রনিও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।