চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা দিকে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উর্মি মজুমদার উমা, মাহাবুব আলম ও সাদ্দাম হোসেন।
তারা কুমিল্লার সরকারি ভিক্টরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।