চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

0
8

চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন তা ডেকেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল হক।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চাঁদাবাজি চলছে। সুনামগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃজেলা বাস থেকে তা করছেন সিলেট শ্রমিক ইউনিয়নের লোকজন। শ্রমিকদের মারধর করে গাড়িপ্রতি ৫০ টাকা করে আদায় করছেন তারা।

নুরুল হক বলেন, ‘এ নিয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার ও সিলেটের পুলিশকে অবহিত করেছি আমরা। কিন্তু কোনো প্রতিকার পাইনি। তাই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছি।’

সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘কারা এ অপকর্মে লিপ্ত তা আমরা জানি না। চাঁদাবাজি নিয়ে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন আমাদের খোলাসাও করেনি।’

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা এ ব্যাপারে আমাকে জানিয়েছেন। কিন্তু ঘটনাটি আমাদের জেলায় নয়। তাই সিলেট পুলিশকে বিষয়টি দেখতে বলেছি। এ ঘটনায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।’