চাঁদা না পেয়ে চান্দগাঁওয়ে ভবন মালিকের উপর হামলা : আহত ২

0
127

স্টাফ করেসপন্ডেন্ট :: চাঁদা না দেয়ায় নির্মাণাধীন ভবন মালিকের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল নগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া জিন্নাত আলী চৌধুরী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিম মো. হোসেন প্রকাশ মিয়া কোম্পানি বাদি হয়ে চিহ্নিত দুইজন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন মো জাহাঙ্গীর আলম (৩৭) ও মো. আবুল কালাম (৪৫)।
মামলার বিবরণে বলা হয়, গত পাঁচ মাস আগে হতে মিয়া কোম্পানি তার বসতঘর সংলগ্ন জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণ কাজ শুরু করার পর থেকেই গায়ে পড়ে ঝগড়া এবং নির্মাণ কাজে বাধা দেয়ার চেষ্টা করতে থাকে পাশ্ববর্তী জাহাঙ্গীরসহ কয়েকজন। কিছুদিন আগে জাহাঙ্গীর দুই লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ভবণের নির্মাণকাজ করতে দেবে না বলে হুমকি দেয়। টাকা না দেয়ার কারণে গতকাল বিকালে তারা মিয়া কোম্পানি এবং তার ছেলে মীর সুলতান মহসীন জিসানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।