চিকিৎসকের বদলি প্রজ্ঞাপনে ভুল থাকায় আদেশ বাস্তবায়ন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে এ আদেশ দেয়া হয়
গত ৪ ও ৫ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের অন্তত ৪৮টি আদেশে ১ হাজার ২৩৯ জন চিকিৎসককে বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। সেখানে তারা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন।
মারা গেছেন কয়েক মাস আগে। অথচ গত দুদিনে বদলি হওয়া চিকিৎসকদের তালিকায় নাম আছে তাদের। এমন তিন চিকিৎসকের তথ্য এসেছে চ্যানেল 24 এর হাতে। শুধু তাই নয়, এ তালিকায় আছেন অবসরে যাওয়া চিকিৎসকও। প্রজ্ঞাপনে নির্দেশ দেয়া হয় ৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেয়ার।
সংশোধিত প্রজ্ঞাপন জারির আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে মৃত ব্যক্তিকে বদলি করার ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিস্ময় প্রকাশ করেন তিনি