চিকিৎসা মিলছে না রাসিক স্বাস্থ্যবিভাগে

0
117

রাজশাহী সিটি করপোরেশনের করোনাকালীন স্বাস্থ্যসেবা নিয়ে নগরবাসীর নানা অভিযোগ। করোনায় আক্রান্তদের তালিকা করে চিকিৎসা সহায়তা, নিয়মিত খোঁজ-খবর নেয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। কাউন্সিলরদের দারস্থ হলেও কোনো সহযোগিতা মিলছে না আক্রান্তদের। এদিকে কাউন্সিলররাই প্রশ্ন তুলেছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দক্ষতা নিয়ে। তবে প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, অচিরেই দূর হবে সব সমস্যা। রাজশাহী কলেজের শিক্ষার্থী বিদ্যুৎ হোসেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় দু’সপ্তাহ ঘরবন্দী। বিভিন্ন দপ্তর থেকে খাদ্য সহায়তা পেলেও তিনি পাননি কোনো চিকিৎসা সেবা। অথচ তালিকা করে করোনাকালীন সহায়তা, করণীয় ও চিকিৎসা সেবা প্রদানের কথা ছিল নগর স্বাস্থ্যকর্মীদের।আরো পড়ুন: স্বাস্থ্যখাতে আরেক ‘অবিশ্বাস্য’ দুর্নীতি, জাহের উদ্দিনের পুকুরচুরি গেল এক মাসে নগরে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে হাজারের ঘরে। ওয়ার্ড কাউন্সিলরদের কাছে বাড়ছে করোনা টেষ্টের চাহিদা ও চিকিৎসা সহায়তার আবেদন। জনপ্রতিনিধিরা বলছেন, কর্পোরেশনের দুর্বল স্বাস্থ্য বিভাগের কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী।একজন জনপ্রতিনিধি বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের আমি জানিয়েছি। দ্রুত যেন তাদের সার্টিফিকেট দেওয়া হয়।আরো পড়ুন: স্বাস্থ্যখাতে দুর্নীতির ছোট উদাহরণ রিজেন্ট-জেকেজি, বলছে টিআইবি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমানার সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও মেডিকেল অফিসারের দাবি, সেবা নিশ্চিতে কাজ করছেন তারা।রাজশাহী সিটি কপোরেশন মেডিকেল অফিসার তামান্না বসাক বলেন, আমাদেরকে সময় দিতে হবে, বুঝতে হবে। আমরা সবাই চেষ্টা করছি।সিভিল সার্জন ও রাজশাহী মেডিকেল কলেজের তথ্য মতে, গেল ৫ জুন পর্যন্ত নগরে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩১ জন। মারা গেছেন ৬ জন।