চিনির দাম বেঁধে দিলো সরকার

0
36

দেশে চিনির দাম বাড়তে থাকার প্রেক্ষিতে পণ্যটির বাজারমূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চিনির দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে খোলা চিনি বিক্রি হবে ৭৪ টাকা করে। আর প্যাকেট চিনি বিক্রি হবে ৭৫ টাকা কেজি দরে। এই সিদ্ধান্ত আজ (বৃহস্পতিবার) থেকেই কার্যকর হবে।

এখন বাজারে খোলা চিনি বিক্রি হয় ৭৮ টাকা কেজি দরে। আর প্যাকেট চিনি বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। কয়েকটি পণ্যের আমদানি দাম বেড়ে যাওয়ার অজুহাতে গেলো দুই-তিন মাস ধরে বাজারে চিনির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এর আগে দেশের বাজারে চিনির দাম ছিল ৭০ টাকার নিচে।