চীনের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনের তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের

0
102

এবার চীনের বিরুদ্ধে করোনাভাইরাসের ভ্যাকসিনের গবেষণা তথ্য চুরির অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকা নিয়ে যেসব প্রতিষ্ঠান গবেষণা চালাচ্ছে, হ্যাকারদের মাধ্যমে সেসব তথ্য চুরি করছে চীন। একে চীনের রাষ্ট্রীয় মদদে সংঘবদ্ধ অপরাধ হিসেবে উল্লেখ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।এ ঘটনায় এরইমধ্যে চীনের দুই সাবেক শিক্ষার্থীকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গেমিং সফটওয়্যারের মতো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তথ্য চুরি করা হয়েছে বলে উল্লখে করেছে মার্কিন বিচার বিভাগ। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।