ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র মাহাদি জে আকিব এখনো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তারা জানায়, মাহাদিকে আজ মুখে খাবার দেওয়ার চেষ্টা করা হবে। তবে তাঁকে নিয়ে আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় হেরোইন পাচার: আপিল বিভাগে বাঁধনের জামিন বাতিল
গত শনিবার (৩০ নভেম্বর) সকালে ছাত্রলীগের সমর্থক মাহাদির ওপর একই ছাত্রসংগঠনের অপর একটি পক্ষ হামলা চালায়। তাঁর মাথায় আঘাত করা হয়। এতে তাঁর মস্তিষ্ক ও খুলি ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আকিব চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৬২তম ব্যাচের ছাত্র। চিকিৎসার জন্য নিউরোসার্জারি, নিউরোলজি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে ৩০ অক্টোবর আকিবের অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা