চোর-দূর্নীতিবাজদের কোটা হচ্ছে সবচেয়ে বড় কোটা- ব্যারিষ্টার সুমন এমপি

0
36

আজ (৯ জুলাই) ব্যারিষ্টার সাইদুল হক সুমন প্রশ্ন ফাঁসকারীদের সম্পর্কে কথা বলতে গিয়ে এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, যদি কোটা আন্দোলনকারীরা জানতো চোর দূর্নীতিবাজ ও লুটপাটকারীরা কতবড় কোটা তাহলে তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করতো।

তিনি বলেন তদন্ত কমিটি মানে ধামাচাপা দেবার সুযোগ করে দেওয়ার একটা প্রয়াস।চোর ধরার পর পুলিশ জিজ্ঞেস করবে আর কে কে আছে তার সাথে। এখানে ভদ্রলোকদের দিয়ে তদন্ত কমিটি করার কি প্রয়োজন।

তিনি আন্দোলনকারীদের এসব বিষয়ে আন্দোলন করার আহবান জানান। দেশের চোর বাটপাররা সবচেয়ে বড় কোটা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি বলে গেলাম,আর একদিন এ ব্যাপারে বলবো।আমি এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে যাবো। দেশ এভাবে চলতে পারে না।”