ছাত্র-জনতার ওপর হামলা: ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গ্রেপ্তার

0
3

ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ওসমান গনি নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব। মঙ্গলবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তর এক খুদে বার্তায় জানায়, ওসমান ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক। ৪ আগস্ট ছাত্র–জনতার ওপর হামলায় তিনি জড়িত ছিলেন। তাঁর হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ছবি পর্যালোচনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।