29.1 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop Newsজম্মু-কাশ্মীর হাইওয়েতে গোলাগুলি, ৪ জঙ্গি নিহত

জম্মু-কাশ্মীর হাইওয়েতে গোলাগুলি, ৪ জঙ্গি নিহত

 

জম্মুর নাগরোটা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৪ জঙ্গি নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময়, দুই সেনা আহত হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল।ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। হাইওয়ে টোলপ্লাজার কাছে গেলে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ায় বাস থামানো হয়। সেখানেই গোলাগুলি শুরু হয়। এরপর থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আপাতত বন্ধ রাখা হয়।এদিকে, বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় আহত হন স্থানীয় বাসিন্দারা।মূলত, চক কাকাপোরায় সিআরপিএফের ৪১ নম্বর ব্যাটেলিয়নের বাঙ্কার লক্ষ্য করেই ছোঁড়া হয়েছিল গ্রেনেডটি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যস্ত রাস্তায় সাধারণ মানুষের উপরে গিয়ে পড়ে সেই গ্রেনেড। এঘটনায় আহত ১২ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »