জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৬) যোগ দিতে আগামীকাল রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি লন্ডন হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস যাবেন। সফর শেষে আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ-২৬) এ যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ জন্য ৩ নভেম্বর পর্যন্ত থাকবেন গ্লাসগোতে। এরপর যাবেন লন্ডন। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এরপর প্যারিস যাবেন প্রধানমন্ত্রী। দেবেন ইউনেস্কো থেকে বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার।
এদিকে রোববার সকাল ৯টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের ভিভিআইপি চার্টার্ড বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্লাসগোর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন বলে জানা গেছে। স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি গ্লাসগোতে অবতরণের কথা রয়েছে।
আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে।