জাতিসংঘকে ভয়ংকর পরিকল্পনার কথা জানাল ইসরায়েল

0
26

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় দুটি স্কুল উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে, যেখানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের রাখার প্রস্তুতি চলছিল। জাতিসংঘকে ইসরায়েল তাদের পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে বলে সোমবার (১৭ মে) সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবর ডেইলি সাবাহ।আরাবি২১নিউজের বরাত দিয়ে খবরে বলা হয়, ঘনবসতিপূর্ণ পশ্চিম গাজায় অবস্থিত আল আকসা ও আল বোরাক স্কুলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।ফিলিস্তিনের সংবাদমাধ্যম বলছে, হামলার হুমকিটি খুবই মারাত্মক, কেননা সেখানে ইসরায়েলি বর্বরতায় বাস্তুচ্যুতদের রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দিনব্যাপী হামলায় গাজায় ১০ শিশুসহ ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা চালিয়েছে।আল-জাজিরার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনেরও বেশি।