জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে অধ্যাপক পারভেজের শোক

0
216

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এনবিইআর চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।

গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি এই সমবেদনা জানান তিনি।

আনোয়ারা বেগম (৬৭) আজ (মঙ্গলবার, ২৬ মে) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।