জিইসি এলাকায় বাসে আগুন

0
24

: নগরের জিইসি মোড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন থেকে দুইটি অগ্নিনির্বাপণকারী গাড়ি এসে আগুন নিভিয়ে ফেলে। 

ঘটনাস্থলে সিএমপির একাধিক টিম ছুটে আসে।
সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা রাত সাড়ে ১০টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
খুলশী থানার একজন কর্মকর্তা জানান, বাসে আগুনের খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।