জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ, সরকারের পতন

0
19

মধ্য এশিয়ার তেল-সমৃদ্ধ দেশ কাজাখস্তানে জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু করেছে নাগরিকরা। আর সেই বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছে দেশটির সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বুধবার (৫ জানুয়ারি) কাজাখ সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। কাজাখ প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, আগে জ্বালানি পণ্য এলপিজির দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু মঙ্গলবার এলপিজির ওপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নেয়ার পর দেশটিতে এলপিজির দাম অনেকটাই বেড়ে যায়। এর জেরে মঙ্গলবার থেকে প্রতিবাদ শুরু হয়। একপর্যায়ে সেই প্রতিবাদ সহিংস হয়ে ওঠে।