টাঙ্গাইল কালিহাতির হাতিয়া এলাকায় যাত্রীবাহী অ্যাম্বুলেন্স ও মাছবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন চারজন।
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গ আর মাছবোঝাই ট্রাকটি ঢাকা যাচ্ছিলো। মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। এসময় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান চিকিৎসাধীন মৃত্যু হয় আরও ২ জনের।
মৃত ব্যাক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।