লাগাতার হয়রানির প্রতিবাদে চট্টগ্রামের সিটি গেইটে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে মারধর করেছে পরিবহন শ্রমিকরা। পাশাপাশি সড়ক অবরোধও করা হয়।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক ইন্সপেক্টর মামুন অনেকদিন ধরে সিটি গেইট এলাকায় হয়রানি করে আসছেন। অনেক সময় মারধরও করেন শ্রমিকদের। এসব ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) ওই কর্মকর্তাকে পেয়ে মারধরের পাশাপাশি ধাওয়া দেয়।
এসময়, তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখেন। পরে উর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরকে