30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop Newsঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স এর গাফিলাথি কারণে কালুরঘাট সেতুর রেলিং ভেঙে গাড়ি নদীতে,...

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স এর গাফিলাথি কারণে কালুরঘাট সেতুর রেলিং ভেঙে গাড়ি নদীতে, ২ জন উদ্ধার

 

খোরশেদুল আলম::সংস্কারাধীন চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে কর্ণফুলী নদীতে পড়ে গেছে একটি জীপ (চাঁদের গাড়ি)। এসময় গাড়ির চালকসহ দুইজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

- Advertisement -nagad

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান , ঠিকাদারী প্রতিষ্ঠান  ম্যাক্সছের গাফিলতের কারণে দীর্ঘদিন জ্বলে আছে কালুরঘাট সেতু তাদের অবহেলার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন, সেতু পার হওয়ার সময় বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে। গাড়িটিতে চালকসহ দুইজন যাত্রী ছিলেন। তারা আঘাত পেয়েছেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো.সাইদুর রহমান জানান, কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়া একটি চাঁদের গাড়ি (জীপ) ডানপাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। তবে দুইজনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানতে পেরেছি। তবে গাড়িটি নদীর প্রবল স্রোতে দূরে ভেসে গেছে।

প্রসঙ্গত, গত বছরের ১ আগস্ট কালুরঘাট সেতু সংস্কার শুরু করেন রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ এক বছর ধরে সংস্কার কাজের জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিলো। বর্তমানে সেতুটি যান চলাচলের জন্য উপযোগী করতে কার্পেটিং করা হচ্ছে। এরই মধ্যে নিয়ম না মেনে সেতু দিয়ে গাড়ি চলাচল করছে। ফলে প্রায়ই যানজটের সৃষ্টি করছে এক মুখী সেতুতে দুই প্রান্তের গাড়ি উঠে। নব নিযুক্ত ওয়াকওয়ে দিয়ে চলাচল করছে মোটর সাইকেল।

- Advertisment -

সর্বশেষ

Translate »