স্টাফ করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের প্রাচীন ইংরেজি পত্রিকা ডেইলি লাইফ এর প্রকাশক ও সম্পাদক আরিফ ইসলাম আর নেই। সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শোক জানিয়েছে। এছাড়া অনলাইন নিউজ পোর্টাল সিএনএন বাংলাদেশ এর প্রকাশক মোহাম্মদ শারাফাত আলী এবং সম্পাদক চৌধুরী লোকমান, হেড অব নিউজ চৌধুরী এমরান পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
নগরীর ষোলশহর পূর্ব নাসিরাবাদ জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা এবং পরে রাজধানীর বনানীতে ২য় নামাযে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।