দ্বিতীয় দিনের মতো চলছে, ঢাকা আশপাশের সাত জেলার লকডাউন। এতে দুর্ভোগ বেড়েছে কর্মজীবী মানুষের।
ঢাকার প্রবেশদ্বারের সব পয়েন্টে অবস্থান করছে আইন শৃঙ্খলাবাহিনী। এতে ঢাকার বাইরে থেকে আসা কর্মজীবীদের পায়ে হেঁটে প্রবেশ করতে হচ্ছে। এমনকি চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।
এদিকে ঢাকার বাইরের জেলায় চলা লকডাউনেও দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গন্তব্যে যেতে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সেই সাথে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম।