ঈদের ছুটিতে ছবির শিশুটি তার বাবা-মায়ের সাথে গ্রামের বাড়ি যাচ্ছিলো, গতকাল ঢাকার কমলাপুর স্টেশনে প্রচন্ড ভিড়ের মধ্যে বাবা-মা থেকে আলাদা হয়ে সে ভুলে চট্টগ্রামগামী ট্রেনে উঠে গতকাল রাতে চট্টগ্রাম চলে আসে। না জানি, তার বাপ-মা কত টেনশনে তাদের সন্তানকে খুজঁছে।
শিশুটি শুধু তার নাম বলছে প্রদীপ দাশ। আনুমানিক বয়স ৫ বছর হবে। গন্তব্য হারা এই ভাগ্যাহত শিশুটিকে তার হারিয়ে যাওয়া মা-বাবা, পরিবারের কাউকে খুঁজে পেতে একটু সাহায্য করুন।
সে তার ঠিকানা, গন্তব্য কিংবা মা-বাবা তথা পরিবারের কারো নাম বলতে পারছে না।
যার হারিয়ে যায় সেই বুঝে হারানোর যন্ত্রণা।
আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, যদি পারেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
যোগাযোগঃ মিথুন #01822268172
এই মুহূর্তে শিশুটিকে নেহালপুর, নন্দীরহাট, হাটহাজারীর একটি আশ্রমের জিম্মায় রাখা হয়েছে মোবাইল ০১৭৯৭৮৬২৪৯১।